Condition: Used, An item that has been used previously.
Record Grading: Average
Cover Condition: None
Sleeve Grading: Polietileno
Artist: Pratima Banerjee, Salil Choudhury
Release Title: NAO GAAN BHORE, NAO PRAN BHORE (1955)
Speed: 78RPM
Record Size: LP (10-Inch)
Format: Record
Type: LP
Song
NAO GAAN BHORE, NAO PRAN BHORE
Artist
Pratima Banerjee, Salil Choudhury
Album
Ekta Gaan Likho Amar Janya-Pratima Banerjee
নাও গান ভরে, নাও প্রাণ ভরে
চলো যাই যেখানে প্রান্তর
সোনার ধানের শীষে ডাকে যেখানে
সোনা ভরা অন্তর।।
সেই ঝিম ঝিম ঝিম ধরা দিন দিন দিন,
যেথা ঝির ঝির ঝির ঝির বাতাসে
সেই ঝিন ঝিন ঝিন সুরে ঝিঁঝি ডাকা দুপুরে,
শান্তির আহবান যে আসে
স্বপ্নের তুলি দেয় সোনা রঙ আকাশে।।
ডাক দেয় শোন শোন, তূর্য বেজেছে যে,
রাত্রির অবসানে সূর্য জেগেছে যে
রঙে রঙে ধরণী, হল নানা বরণী
ঝর ঝর ঝরণার সুরে।।
আর নয় দেরী আর নয়, বন্ধ ঘরে আর নয়,
সুপ্তি ভেঙ্গেছে যে, মুক্তি ডেকেছে যে
কুলু কুলু তটিনী, তরী যেন নটিনী
নেচে নেচে চলে যায় দূরে।।
কথা ও সুর: সলীল চৌধুরী
0 Reviews:
Post Your Review